সোনু সুদের পাশাপাশি ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছেন অমিতাভ বচ্চনও। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ১০টি বাসের ব্যবস্থা করেছিলেন বিগ বি। এবার তিনি আরও একধাপ এগিয়ে ৩টি বিমানের বন্দোবস্ত করলেন পরিযায়ীদের জন্য।
অমিতাভ বচ্চন যে এই প্রথম পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন, এমনটা নয়। মে মাসের গোড়ার দিক থেকেই তাদের জন্য কাজ করছে বিগ বি’র সংস্থা অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড।
মুম্বাই ছেড়ে যারা নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন, তাদের হাতে এই সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে জল ও শুকনো খাবারের প্যাকেট। একেবারে নিঃশব্দেই পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ করে চলেছেন বিগ বি। এবার ৫০০ জন পরিযায়ীকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে বিমানের ব্যবস্থাও করলেন তিনি।
এ প্রসঙ্গে তারই সংস্থার এক সদস্য জানিয়েছেন, পুরো কাজটাই একেবারে চুপচাপ করা হয়েছে। কারণ, বচ্চনজি চান না যে এটা নিয়ে কোনোরকম প্রচার হোক। পরিযায়ীদের পরিস্থিতি দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আর তাই গত মাস থেকেই নিজের সংস্থার মাধ্যমে কোনও না কোনওভাবে তাদের সাহায্য করে যাচ্ছেন।