সুইডেনের সাড়া জাগানো কিশোরী গ্রেটা থুনবার্গ পরিবেশ বিষয়ক একটি পুরস্কার প্রত্যাখ্যান করেছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জলবায়ু আন্দোলনে কোনও পুরস্কার দরকার নেই’ মন্তব্য করে গ্রেটা এই পুরস্কার প্রত্যখানের ঘোষণা দিয়েছে। পুরস্কার নিতে অস্বীকৃতি জানালেও গ্রেটা পুরস্কারদাতা আন্ত-সংসদীয় সহযোগিতাবিষয়ক আঞ্চলিক সংস্থা নরডিক কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে বিষয়টিকে ‘বড় ধরনের সম্মান’ বলে কৃতজ্ঞতা প্রকাশ করে। ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনে লাখ লাখ মানুষকে সমবেত করে বিশ্বব্যাপী নজর কেড়েছিল গ্রেটা। জলবায়ু পরিবর্তনের পরিণতি উপেক্ষা না করতে সরকারপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছিল সে। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য আলোচনায় ছিল গ্রেটার নাম।
সম্পর্কিত খবর
জাতির উদ্দেশ্যে পরিবেশ বার্তা প্রধানমন্ত্রীর
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এবার জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে লকডাউন বা আনলক ওয়ান নিয়ে নয়। এমনকী দেশের মানুষের জন্য বিশেষ প্যাকেজ নিয়েও নয়। বিশ্ব পরিবেশ দিবসে জীববৈচিত্র্য রক্ষায় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।