বাংলাদেশে করোনার প্রভাব রুখে দেওয়া গিয়েছে। কিন্তু আতঙ্ক ছাড়েনি। এই পরিস্থিতিতে বিশেষ বিমানে আমেরিকায় উড়ে গেলেন ২৬৯ জন মার্কিন নাগরিক। আমেরিকায় করোনার প্রকোপ ভয়াবহ। কারণ আমেরিকা জুড়ে দেড় লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। কাতার এয়ারওয়েজের বিমানে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা নিজেদের দেশে রওনা হন।
বিমানটি ওয়াশিংটনে যাবে বলে খবর। জানা গিয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসের তৎপরতায় বাংলাদেশে আটকে থাকা ওই ২৬৯ জন মার্কিন নাগরিককে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। ঢাকায় বিদেশি মিশনে কর্মরত কূটনীতিক, কর্মী, দূতাবাসের কর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরাই দেশে ফিরে গিয়েছেন। করোনার আতঙ্ক তাঁদের মধ্যে থাকলেও দেশে ফেরারও তাগিদ ছিল।
করোনার জেরে বাংলাদেশে আন্তর্জাতিক উড়ান বন্ধ। ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার পরই ১৪ মার্চ থেকে ব্রিটেন বাদে ইউরোপের সব দেশ থেকে আসা বিমান অবতরণ বন্ধ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ সরকার। ২১ মার্চ মধ্যরাত থেকে আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে আরও বিধিনিষেধ আরোপ করা হয়। সমস্যায় পড়েন বিদেশি নাগরিকরা।
