শুক্রবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বেঙ্গালুরু–মেঙ্গালুরু জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে এক শিশুও। এই ঘটনায় লন্ডভন্ড হয়ে গিয়েছে জাতীয় সড়ক। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় শিউরে উঠেছে স্থানীয় মানুষজন। উদ্ধারকাজে তারাই প্রথম ছুটে আসে। উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, ৬ মার্চ ধর্মশালা থেকে আসার সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বেঙ্গালুরু থেকে আসা আর একটি গাড়ির। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ১২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কর্নাটকের টুমকুর জেলার কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। আর খবর ছড়ানোর পরপরই জোর শোরগোল শুরু হয়ে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশবাহিনী।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার ভোর তিনটে নাগাদ কর্নাটকের টুমকুরে ওই দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। যদিও ১২ জনের ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।