রাজ্য

পঞ্চায়েত দখলকে ঘিরে রণক্ষেত্র কোচবিহার

পঞ্চায়েতের দখল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে কোচবিহারের রামপুর। বিজেপি–তৃণমূল সংঘর্ষে চলল দেদার বোমাবাজি। এমনকী পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি দেখল সবাই। টায়ার জ্বালিয়ে চলল তাণ্ডব। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করতে হয় পুলিশকে। জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। দিনভর ধুন্ধুমার রামপুর ২ নম্বর পঞ্চায়েত। গত লোকসভা ভোটের পর রামপুর দু’‌নম্বর পঞ্চায়েত দখল করে বিজেপি। সেখানকার তৃণমূল সদস্যরা দল পাল্টে গেরুয়া শিবিরে নাম লেখায়। এবার বেদখল হওয়া পঞ্চায়েত পুনর্দখল করতেই ময়দানে নামে তৃণমূল। যা ঘিরে রণক্ষেত্র কোচবিহার।
দলে ফিরে আসা সদস্যদের নিয়ে পঞ্চায়েত অফিসে ঢোকার চেষ্টা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাধা দিতে যায় বিজেপি। তখনই দু’‌পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে লক্ষ্য করেও উড়ে আসে ইট–পাটকেল। ইটের ঘায়ে জখম বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। সঙ্গে চলে লাঠিচার্জও। দিনভর তাণ্ডবের জেরে থমথমে রামপুর। গ্রামে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।