বর্তমানে অবসর থাকায় নিয়মিত ছবি আঁকছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। করোনায় বেকার হয়ে পড়া দিনমজুরদের সাহায্যে এবার নিজের আঁকা ছবি নিলামে তুলছেন তিনি।
জানা গেছে, অভিনেতা অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুরের উদ্যোগ ‘ফ্যানকাইন্ড’র সঙ্গে মিলে এই নিলাম করছেন সোনাক্ষী। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিনমজুর, দুস্থদের খাবারের জন্য ব্যয় করা হবে। এ ছাড়া নিলামে সবচেয়ে বেশি দর তোলা ব্যক্তি উপহার হিসেবে পাবেন সোনাক্ষীর আঁকা একটি ছবি। ছয় হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যের ছবি তোলা হয়েছে নিলামে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ছবির ভিডিও শেয়ার করে সোনাক্ষী লেখেন, “কেমন ভালো আমরা, যদি এই দুঃসময়ে মানুষের পাশেই না দাঁড়াতে পারি। চিত্রকর্মগুলো আমার চিন্তার খোরাক, প্রশান্তির জায়গা। বর্তমানে কাজ হারিয়ে যারা অসহায়, সেই দিনমজুরদের খাবার কেনার জন্য এসব ছবি নিলাম করছি।”
ছবি নিলামে বিজয়ীদের ছবি যত্নে রাখার অনুরোধ করে সোনাক্ষী বলেন, “দয়া করে আমার শিল্পের যত্ন নেবেন। এগুলো আমার ভালোবাসার ধন। অসহায়দের সাহায্য করার স্বাস্তিদায়ক অনুভূতি দেবে এই শিল্প। আপনার ঘরকে সাজিয়ে তোলার পাশাপাশি এটি আপনাকে আমার কথাও স্মরণ করিয়ে দেবে।”