শুক্রবার সকাল থেকে রণক্ষেত্র সন্দেশখালি। বিদ্রোহী গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেয় জেলিয়াখালির পোল্ট্রি ফার্মে। এদিন গ্রামের মহিলারাই শাহজাহান অনুগামী শিবু পোল্ট্রি ফার্মে হামলা চালান। দুপুর হতেই শিবুর বাগান বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সমস্ত আসবাব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগের দিনও তৃণমূল নেতা শিবুর সন্দেশখালির পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছিল গ্রামবাসীরা।
বেলার দিকে পুলিশ গিয়ে গ্রামবাসীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভকারীদের হঠাতে শুরু করে পুলিশ। শিবুর তিনতলা বাগান বাড়ি জ্বালিয়ে দেওয়ার পরে তার দোকানেও হামলা চালায় বিক্ষুব্ধরা। হাতুড়ি দিয়ে দোকানের দরজা ভাঙার চেষ্টা করে। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের উপর এদিনও চড়াও হয়েছে শিবু হাজরার দলবল। মহিলাদের শ্লীলতাহানী করেছে। তাদের মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশের সামনে শিবু ওরফে শিবপ্রসাদের দলবল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছে। গ্রামবাসীদের একটাই দাবি সন্দেহখালিতে চলা শাহজাহানদের ‘সামন্তপ্রথার’ বন্ধ হোক। পুলিশ তাঁদের গ্রেফতার করুক।