ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু–কাশ্মীর থেকে আধা সামরিক বাহিনী কমিয়ে দেওয়ার পর থেকেই সক্রিয় হয়ে উঠল পাক বাহিনী। বৃহস্পতিবার রাতে জম্মু–কাশ্মীরের পুঞ্চ–রাজৌরি সেক্টরের নিকটবর্তী আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্সরা। জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। ভারতীয় সেনাবাহিনীর পালটা গুলিতে ৩–৪ জন পাকিস্তানের সেনা নিহত হয়েছে। গত বুধবার দিনই দু’জন পাক সেনাকে এনকাউন্টারে নিকেশ করা হয়েছিল। এবার তা বেড়ে হল চার।
সেনাবাহিনী সূত্রে খবর, পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে প্রথম হামলা চালায় পাকিস্তান। পড়শি দেশের সেনার জনসংযোগ দপ্তর থেকে তা স্বীকারও করা হয়েছে। তাদের দাবি, এই হামলায় তিনজন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। তবে দু’জন পাক জওয়ানের মৃত্যুর খবরও স্বীকার করেছে আইএসপিআর।
যদিও পাকিস্তানের এই দাবি খারজ করে দিয়েছে নয়াদিল্লি। বরং পালটা দাবি করা হয়েছে, ভারতীয় বাহিনীর কড়া জবাবেই একাধিক পাক রেঞ্জার্সের মৃত্যু হয়েছে। এমনকী, শুক্রবার দুপুরেও সুন্দরবনী সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। পালটা জবাব দিয়েছে ভারত। আর তাতে বেসামাল হয়ে পড়েছে পাক বাহিনী।