নিউইয়র্কে ঘুমিয়ে থাকা চার ‘গৃহহীনকে’ পিটিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। তাদের মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১২টার পর ম্যানহাটনের তিন স্থানে ওই ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্য একজন গুরুতর আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ। বিবিসির সংবাদে এ তথ্য জানা যায়। নিউইয়র্ক পুলিশ বলছে, হত্যার শিকার সবাই গৃহহীন। হামলায় ব্যবহৃত লোহার পাইপটি জব্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ। আটক সন্দেহভাজন হামলাকারীর নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে তার বয়স ২৪ বছর বলে জানা গেছে।