বিজ্ঞান-প্রযুক্তি

নাসার মহাকাশচারীদের গভীর সমুদ্রে অভিযান

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারীরা মঙ্গলগ্রহে অভিযান সফল করার জন্য গভীর সমুদ্রে অভিযান শুরু করেছে৷ এ অভিযানে রয়েছেন একজন প্রফেসরসহ ২২ সদস্যের একটি বিশেষ দল৷ স্পেসে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এই বিশেষ গভীর সমুদ্র অভিযানে৷ মহাকাশে পদচারণা, স্পেস কমিউনিকেশনের ক্ষেত্রে যে সময় লাগবে সেটিও বিচার বিবেচনা করে দেখা হবে এই বিশেষ অভিযানে৷ এছাড়াও বিশেষ কেটোজেনিক ডায়েটের কি প্রভাব পড়তে পারে এই নাসার মহাকাশচারীদের উপর সেটিও পরীক্ষা করে দেখা হবে৷ নাসার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিক মহাসাগরে আগামী কয়েকমাসের মধ্যেই শুরু হবে এই বিশেষ অভিযান৷ সমুদ্রের তলায় কাজ করার অভিজ্ঞতা মহাকাশে কাজ করার মতই বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা৷

তবে, এই মিশনের ক্ষেত্রে বিশেষ জোর দেয়া হয়েছে ডায়েটের ওপর৷ এই বিশেষ ডায়েট শরীরের সমস্ত ফ্যাট বার্ন করতে সক্ষম৷ এই বিশেষ ডায়েট শরীরে একটি সঠিক মেটাবলিক রেট ধরে রাখতে সক্ষম৷ আর সেটি ডিএনএকে রক্ষা করতেও সহায়তা করে৷