বিনোদন

নার্ভাস মিথিলা

সৃজিত মুখার্জি ও মিথিলা বিয়ের পর এখন সুইজারল্যান্ডে আছেন। সেখানে তাদের মধুচন্দ্রিমা কেমন কাটছে? এরই মধ্যে মিথিলা জানিয়ে দিলেন তিনি বেশ নার্ভাস। তবে এই নার্ভাসের কারণও ভিন্ন। সৃজিত-মিথিলা সুইজারল্যান্ডে শুধু মধুচন্দ্রিমা করতেই যাননি। মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলার পিএইচডি শুরু করার উদ্দেশ্যেও তাদের যাওয়া। ইতোমধ্যে মিথিলা নতুন ক্যাম্পাসে পা রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন মিথিলা। ছবিগুলোতে বেশ হাশিখুশি দেখা যাচ্ছে তাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পদার্পণ করলাম। ইউনিভার্সিটি অব জেনেভাতে পিএইচডি শুরু করলাম। এর আগে কখনও এতটা নার্ভাস হইনি। এই অধ্যায় সফলভাবে সম্পন্ন করতে বন্ধু এবং পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।’