লিড নিউজ

নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন শিবশঙ্কর মেনন

ভারত আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের। কারণ নাগরিকত্ব সংশোধনী আইন এবং জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মতো পদক্ষেপের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁর দাবি। দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রগুলিও এখন আর নয়াদিল্লির পাশে নেই, ফলে কূটনৈতিক স্তরে ভারতের ক্ষতি হয়েছে বলেও বর্ষীয়ান এই কূটনীতিকের অভিমত।
দিল্লিতে এক আলোচনাসভায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে মুখ খুলে কাঠগড়ায় তুললেন মোদী সরকারকে। পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা এবং ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন শিবশঙ্কর মেনন। ২০০৬ সালের ১ অক্টোবর থেকে ২০০৯ সালের ৩১ জুলাই পর্যন্ত দেশের বিদেশ সচিব ছিলেন। এমনকী মনমোহন সিং জমানার শেষ চার বছর দেশের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন মেনন। ফলে তাঁর এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ঠিক কী বলেছেন শিবশঙ্কর মেনন?‌ তিনি বলেন, ‘‌৩৭০ ধারা বাতিল বা সিএএ’‌র মতো ভারতের একের পর এক পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে কার্যত কোনও সমর্থন পায়নি। একমাত্র কিছু প্রবাসী অন্ধ সমর্থক এবং ইউরোপীয় ইউনিয়নের অতি দক্ষিণপন্থী কয়েকজন এমপি ছাড়া কেউ একে সমর্থন করেননি। এই পদক্ষেপের জন্য আন্তর্জাতিক স্তরে ভারতের সমালোচকদের তালিকা বরং দীর্ঘ। এই তালিকায় যেমন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আছেন তেমনি আছেন জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেল। রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু সংক্রান্ত হাই কমিশনারও ভারতের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী নরওয়ের রাজার মতো স্বল্পভাষী ও নম্র ব্যক্তি এই নিয়ে মুখ না খুলে পারেননি।’‌