ব্রেকিং নিউজ

নমোকে বার্তা দিলেন মাফলারম্যান

দু’দফার শপথগ্রহণের সময় আন্না হাজারকে নিমন্ত্রণ জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার সেই রীতি বদলে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ থাকলেও তিনি আসেননি। কিন্তু তা বলে নমোকে ভোলেননি মাফলারম্যান। তাঁর এই শপথগ্রহণ অনুষ্ঠানে শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। কেন তাঁদের আমন্ত্রণ করা হয়েছে, তাঁরও ব্যাখ্যা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বলেন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্যস্ত থাকায় হয়ত আসতে পারেননি। কিন্তু কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে দিল্লির উন্নয়ন করতে চান, রামলীলা ময়দানের মঞ্চ থেকে বার্তা দিয়ে রাখলেন তিনি।
প্রধানমন্ত্রীও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বারাণসীতে নিজের নির্বাচনী কেন্দ্রে কাজ থাকায় তিনি আসতে পারেননি। যেভাবে মুখ পুড়েছে তাতে সেই মুখ আর দেখানোর অবস্থা নেই। তাই রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও এলেন না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কিন্তু কেজরিওয়াল একটাও খারাপ কথা বলেননি। বরং বললেন, প্রধানমন্ত্রী হয়ত কাজে ব্যস্ত আসতে পারেননি। কিন্তু আমি তাঁর আশীর্বাদ চাই। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে থেকেই দিল্লিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি প্রধানমন্ত্রীর আশির্বাদ চাই যাতে দিল্লি সারা বিশ্বের সেরা শহর হয়।
রবিবার কেজরিওয়াল দিল্লিবাসীর উদ্দেশ্যে বলেন, ‌দিল্লিকে আমি চালাই না। দিল্লিকে চালান শিক্ষকরা, গাড়িচালকরা, ছাত্ররা, ব্যবসাদাররা এবং সাফাইকর্মীরা। যাঁরা দিল্লিকে রোজগার দেন। নেতারা আসে–যায়। রাজনৈতিক দল আসে–যায়। কিন্তু দিল্লি আগে বাড়তে থাকে দিল্লিবাসীর জন্যই।’‌ সব শেষে উপস্থিত জনতার সঙ্গে ‘আমরা করব জয়, আমরা করব জয়..একদিন’‌ ‌গান গেয়ে নিজের ভাষণ শেষ করেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী।