অনেক দিন থেকেই শোবিজ থেকে দূরে রয়েছেন বলিউডের সুন্দরী সুস্মিতা সেন। দশ বছর পর ফের তাকে পর্দায় দেখা যাবে। সম্প্রতি তিনি ‘আর্যা’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন ‘নীরজা’ খ্যাত পরিচালক রাম মাধুবনী। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
এখানে সুস্মিতার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সুস্মিতার চরিত্রের নামই ‘আর্যা’। সিরিজ দিয়ে বহুদিন বাদে দেখা গেল চন্দ্রচূড় সিংকে। দীর্ঘ বিরতির পর তিনিও ফিরলেন। সিরিজে সুস্মিতার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ট্রেলারেই বেশ রোমাঞ্চের ইঙ্গিতও পাওয়া গেছে। ট্রেলারের প্রতিটি মুহূর্তে সুস্মিতা বুঝিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন পর্দায় তাকে দেখা না গেলেও তার ‘স্পার্ক’ এখনো কমেনি। বরং পর্দায় তিনি এখন আরো পরিণত।
জীবনে প্রথমবার ওয়ার্কশপ করে সেটে নেমেছেন সুস্মিতা। এর আগে কোনোদিন অভিনয়ের আগে ওয়াকর্শপ করতে হয়নি তাকে। ডিজনি হটস্টারে আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। এর পরেই বোঝা যাবে কতোটা দর্শক প্রিয় হলো সুস্মিতার অভিনয়।