নতুন বছর পড়তেই এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনে ভাড়া বৃদ্ধি হল, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে গেল এবং এবার জ্বালানি তেলের দাম বাড়ল অনেকটাই। ২ জানুয়ারি সকাল ৬টা থেকে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৫.২৫ টাকা এবং কলকাতায় প্রতি লিটারের দাম ৭৭.৮৭ টাকা। বুধবার এই দুই মহানগরে পেট্রোলের দাম ছিল যথাক্রমে ৭৫.১৪ টাকা এবং ৭৭.৭৯ টাকা।
ইন্ডিয়ান অয়েল সূত্রে খবর, দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম ৬৮.১০ টাকা এবং কলকাতায় প্রতি লিটারে ৭০.৪৯ টাকা। আগে এই দুই মহানগরে ডিজেলের দাম ছিল যথাক্রমে ৬৭.৯৬ টাকা এবং ৭০.৩৮ টাকা প্রতি লিটার।
দেশীয় পেট্রোল এবং ডিজেলের দামগুলি প্রত্যেকদিনের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো তেল বিপণনকারী সংস্থাগুলি পর্যালোচনা করে থাকে। দামের উপর কোনও সংশোধন পেট্রোল পাম্পগুলিতে সকাল ৬টা থেকে কার্যকর করা হয়।
রাজ্য পেট্রোল ডিজেল
দিল্লি ৭৫.২৫ ৬৮.১০
মুম্বই ৮০.৮৭ ৭১.৪৩
কলকাতা ৭৭.৮৭ ৭০.৪৯
চেন্নাই ৭৮.২০ ৭১.৯৮