বিনোদন

নতুন বছরে আসছে অসুর

পাভেল পরিচালিত নতুন বাংলা ছবি অসুর নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন জিৎ, আবির ও নুসরত। সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলার। যেখানে দেখা গেছে জিতের নতুন লুক। বছর কয়েক আগে দক্ষিণ কলকাতায়, দেশপ্রিয় পার্কে সব থেকে বড় দুর্গাপুজো আচমকাই বন্ধ করে দেয় প্রশাসন। সেই ঘটনাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব কাহিনী প্রকাশ পাচ্ছে অসুরে। ছবিতে জিতের চরিত্রের নাম কিগান মান্ডি, নুসরত অদিতি এবং আবির বোধি। আবির ও নুসরতকেও পরিচালক বেশ অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করছেন। তিন অন্ধপ্রাণ বন্ধুর ছবি অসুর। কিগান ও অদিতি কলা বিভাগের শিক্ষার্থী এবং বোধি ইংরাজী সাহিত্যের। পরবর্তীতে বোধি একটি কোম্পানিতে চাকরি করে, অন্যদিকে ছবি আঁকা কিগানের শখ। কিন্তু শিল্প ও ব্যবসার মাঝে টানাপোড়েনে পড়ে বন্ধুত্ব। ছবির চিত্রনাট্য লিখেছিলেন পরিচালক পাভেল। জিতের প্রযোজনায় তৈরি হয়েছে অসুর। মুক্তির আগে অসুর ছবির কলাকুশলীরা বছরের শেষদিনে সাংবাদিকদের মুখোমুখি হন। এক পাঁচতারা হোটেলে উপস্থিত ছিলেন জিত, আবির, নুসরাত, বিপ্লব চ্যাটার্জী, বিক্রম ঘোষ ও পরিচালক পাভেল।

জিৎ নতুন ছবি নিয়ে বলেন, সিনেমার বিষয়বস্তু ২০১৫ সালের দেশপ্রিয় পার্কে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমাকে কেন্দ্র করে। আসল গল্পের সঙ্গে সিনোমাটিক গল্প মিক্স করা হয়েছে। গল্পে উঠে আসবে তিন বন্ধুর সম্পর্ক। জিতের সঙ্গে দ্বিতীয় ছবির প্রসঙ্গ নিয়ে আবির চট্টোপাধ্যায় বলেন, পর্দায় শুধু অভিনেতা অভিনেত্রীদের মুখ দেখা যায় কিন্তু একটা ছবি মানে একাধিক মানুষের পরিশ্রম। যাদের পর্দায় মুখ দেখা যায় না তারা পরিচিতি পায় না। তারা চায় তাদের কাজ মানুষের প্রকাশ্যে আসুক। এছাড়া জিতের সঙ্গে প্রায় ছয়বছর পরে আবার কাজ করলাম আর নুসরাতের সঙ্গে জুটি হিসেবে এটা আমার প্রথম ছবি। আমাদের তিনজনের কেমিস্ট্রি উঠে এসেছে দর্শকদের সামনে এই ছবির মধ্য দিয়ে।

বিক্রম ঘোষ এবং অমিত মিত্র ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। কলকাতা ও বোলপুরে শুটিং হয়েছে। আগামী ৩ জানুয়ারি মুক্তি পাবে অসুর।