তিনি শুধু ব্যস্ত নায়িকাই নন, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদও বটে। বেশ আলোচনার জন্ম দিয়ে এই সুদর্শনা রাজনীতিতে এসেছেন। কিছুদিন ধরে নতুন কোনো ছবিতে মিমিকে দেখা না গেলেও তার ‘ড্রিম প্রজেক্ট’ নিয়ে তিনি অন্য রূপে ফিরছেন। দর্শকের দরবারে নিয়ে আসছেন তার নতুন ইউটিউব চ্যানেল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের চ্যানেলের ফার্স্ট লুক প্রকাশ করে মিমি লিখেছেন, ‘মাসের পর মাস শেষ না হওয়া মিটিং এবং বিনিদ্র রজনী কাটিয়ে অবশেষে আমার স্বপ্নের প্রজেক্টের ঝলক প্রকাশ্যে নিয়ে এলাম।’
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মিমি লাল রঙের ফ্রি-লেয়ার মিনি স্কার্টে দাঁড়িয়ে রয়েছেন। পায়ে রয়েছে কালো রঙের হাই-হিল বুটস। উষ্ণতা যেন ঠিকরে বেরুচ্ছে! পোস্ট হওয়ার পর মুহূর্তেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে মিমির ইনস্টাগ্রাম পোস্ট। জানা গেছে, ওই ইউটিউব চ্যানেলে অভিনেত্রীকে নিজের গলায় গান গাইতে দেখা যাবে। গান যে তিনি ভালই গান লোকসভা নির্বাচনের সময়ই তার প্রমাণ পাওয়া গিয়েছিল। নির্বাচনী প্রচারে গিয়ে দর্শকদের অনুরোধে তাকে একাধিকবার গান গাইতে দেখা গিয়েছিল। মিমির গলায় গাওয়া গানগুলো প্রশংসিতও হয়েছিল। শুধু তাই নয়, ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটির প্লে ব্যাক করেছিলেন যাদবপুরের সাংসদ। তবে গান ছাড়া আর কী কী বিষয় তিনি প্রজেক্টে যোগ করবেন তা অবশ্য রহস্যই রেখেছেন।