ব্রেকিং নিউজ

ধেয়ে আসছে কালবৈশাখী

আবারও কালবৈশাখীর হানার সম্ভাবনা। কলকাতা–সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়। সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী ২–৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে খবর।
এই সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে বৃষ্টি চলবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। আগামী তিনদিন এই বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি বাড়বে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে বৃষ্টি রাজ্য জুড়ে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত।এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বৃহস্পতিবার ফের কালবৈশাখী আছড়ে পড়তে পারে। ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যত্‍‌–সহ বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় ও মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্তের জেরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে ঝাড়খণ্ডে। পরে তা সরে আসে কলকাতার দিকে।