বিনোদন

ধর্মে বিশ্বাস নেই অক্ষয়ের

অক্ষয় কুমারের এখন প্রচণ্ড ব্যস্ততা। ভক্তদের একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়ে আসছেন। এবার তার আসন্ন ছবি ‘সূর্যবংশী’ প্রচারণার প্রারম্ভে দেশপ্রেমের জোয়ারে গা ভাসিয়ে অক্ষয় আলোচনায় এসেছেন। কোনও নির্দিষ্ট ধর্মে বিশ্বাস নেই তার। ধর্ম বলতে তিনি জাতীয়তাবোধকেই বোঝেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি কোনও ধর্মেই বিশ্বাস করি না। আমি ভারতীয় এবং জাতীয়তাবোধে বিশ্বাস করি। আর ছবিটাও একই কথা বলছে। ভারতীয় হওয়ার অর্থ পার্সি, হিন্দু অথবা মুসলিম হওয়া নয়।’

প্রসঙ্গত, ‘সূর্যবংশী’ আদতে ‘সিংঘম’ সিরিজের ছবি। ২০১১ সালে অজয় দেবগণ ছবিটি করেছিলেন । এরপর ২০১৯ সালে ওই সিরিজেরই ছবি ‘সিম্বা’ রিলিজ করে। সেখানে মূখ্য ভূমিকায় ছিলেন রণবীর সিংহ। তার বিপরীতে অভিনয় করেছেন সারা আলী খান। এ মাসের  প্রথম দিনেই ‘সূর্যবংশী’ ছবির ট্রেলার রিলিজ করেছে। আগামী ২৪ মার্চ মুক্তি পাবে এই ছবিটি। অক্ষয় এতে মূখ্য ভূমিকায় রয়েছেন। তার সঙ্গে পর্দা ভাগ করবেন ক্যাটরিনা কাইফ।