খেলাধুলা ব্রেকিং নিউজ

ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা

বেতন ও ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। সোমবার বিকেলে মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলন করে তারা ১১ দফা দাবি তুলে ধরেন। তারা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ অন্তত ত্রিশ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। এদের অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ৫০ ভাগ বাড়াতে হবে। ক্রিকেটারদের অনুশীলন সুযোগ-সুবিধা বাড়াতে হবে। বার মাসের জন্য কোচ, ফিজিও দিতে হবে। যেন তরুণ ক্রিকেটাররা গড়ে উঠতে পারে। আমরা জানি এটার জন্য সময় লাগবে। তবে আমরা আশা করবো যেন দ্রুত এটা কার্যকর হয়।’