দেশ স্বাস্থ্য

দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা

বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ১৯৬৫ জন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, আক্রান্তের সংখ্যা এখন ১৯৬৫ জন। নতুন করে সংক্রামিত হয়েছেন ১৩১ জন। নতুন করে ৯ জনের মৃত্যুও হয়েছে। ফলে এখনও পর্যন্ত গোটা দেশে মৃত্যু বেড়ে ৫০। তবে আশার কথা এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৫১ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে এই মুহূর্তে ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২,০৩২ জন। গত কয়েক ঘণ্টায় ৩৪ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মৃত্যু হয়েছে ৫৮ জনের। যদিও সরকারিভাবে আক্রান্তের সংখ্যা কম। মৃত্যু ৫০। দ্রুত সুস্থও হয়েছেন ১৫০ জন। কিন্তু, বিশ্বের সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত দেশগুলির প্রাথমিক দিনগুলির ধাঁচেই এগিয়ে চলেছে ভারতে আক্রান্তের গ্রাফ।
১২–১৩ মার্চ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক যেখানে ছিল, সেখানেই দাঁড়িয়ে ভারত। ফলে আগামী কয়েকদিন ভারতবাসীর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন আক্রান্তদের একটা বড় অংশ দিল্লিতে নিজামউদ্দিনের জামাতে অংশ নেওয়া মানুষজন রয়েছেন বলে জানা গিয়েছে। নিজামউদ্দিনের জামাতে যোগ দেওয়া লোকজন সারা দেশেই ছড়িয়ে পড়েছেন। ফলে সেই বিষয়টি নিয়ে আলাদা করে সব রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্র। ওই জামাতে যোগ দেওয়া এবং তাঁদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করার কাজ চলছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নিজামউদ্দিনে যোগ দেওয়া এবং তাঁদের সংস্পর্শে আসা লোকজনের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে বলেই এভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে।