লিড নিউজ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন!‌

কেরলে আরও একজনের শরীরে মিলল করোনাভাইরাসের সংক্রমণ। কেরল সরকার সোমবার আরও একজনের রক্তে করোনাভাইরাস পাওয়ার কথা স্বীকার করেছে। এই নিয়ে কেরলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন। করোনাভাইরাসের আঁতুরঘর উহান থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন তাঁরা।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, কেরলে তৃতীয় করোনাভাইরাস আক্রান্তের খবর মিলেছে। আক্রান্ত চীনের উহান থেকে ফিরেছেন। তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। হাসপাতালে পৃথকভাবেই রাখা হয়েছে তাঁকে। সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের অবস্থা স্থিতিশীল এবং ২৪ ঘণ্টা এদের মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
চীনে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬২। তবে ভারতে তিনটি ঘটনাই আলাদা আলাদা জায়গায় ধরা পড়েছে। চারদিন আগে প্রথম ঘটনাটি সামনে এসেছিল মধ্য কেরলের ত্রিশূর থেকে। আলাপ্পুঝা থেকে রবিবার দ্বিতীয় ঘটনাটি সামনে আসে। এদিন তৃতীয় ঘটনাটি সামনে এল কাসারগড থেকে। ১ জানুয়ারির পর চীন গিয়েছেন, এমন ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা কেন্দ্রে যেতে বলা হয়েছে।