অভিনেতা দেব একের পর এক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। গত বছর তিনি একাধিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। নতুন বছরেও ভিন্নধারার একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেতা। সিনেমাটার নাম ‘গোলন্দাজ’। সিনেমাটা পরিচালনায় রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এ সিনেমায় ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক তুলে ধরা হবে।
সিনেমা বিষয়ে দেব বলেন, ভারতের বুকে ফুটবলের আমেজ প্রথম তিনিই নিয়ে এসেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার স্মৃতি হারিয়ে যাচ্ছে। সে মানুষটির কথা মনে করিয়ে দিতেই ‘গোলন্দাজ’ সিনেমা তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, গত রোববার সিনেমার নায়ক-নায়িকাদের নাম ঘোষণা করা হয়। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের চরিত্রে অভিনয় করব আমি। শিগগিরই এ সিনেমার কাজ শুরু হবে। নগেন্দ্রর স্ত্রী, অর্থাৎ দেবের বিপরীতে ঈশা সাহাকে দেখা যাবে। শোভাবাজারের রানি কমলিনীর ভূমিকায় অভিনয় করবেন ঈশা সাহা। এতে আরও অভিনয় করছেন ভারতের অভিনেতা অনির্বাণ, ইন্দ্রাশিষ রায়, শ্রীকান্ত আচার্যসহ অনেকে। দেবের বাবার ভূমিকায় অভিনয় করবেন শ্রীকান্ত।