অবশেষে বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত। মঙ্গলবার বিজেপিতে যোগ দিচ্ছেন বিধাননগরের প্রাক্তন মেয়র। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টায় বিধাননগরে একটি মিছিলে যোগ দেবেন সব্যসাচী দত্ত। তারপরই তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন। মিছিল করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপি’র পতাকা নেবেন সব্যসাচী।
মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসুচিতে যোগ দিতে শহরে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এনআরসি–নাগরিক সংশোধনী বিল নিয়ে নেতাজি ইন্ডোরে বিকেল ৪টেয় আয়োজিত নাগরিক সভায় যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠানেই তৃণমূলের বিতর্কিত নেতা সব্যসাচী দত্তের হাতে দলীয় পতাকা তুলে দেবেন অমিত। বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘অনেকদিন ধরেই তিনি বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। অমিত শাহের অনুষ্ঠানে তা হলে খুবই ভাল হবে। অনুষ্ঠানের গুরুত্ব বেড়ে যাবে।’
বিদ্যুৎ ভবনে গিয়ে বকেয়া আদায়ের দাবিতে বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভকে নেতৃত্ব দেওয়ায়, সব্যসাচীর ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। এরপরই সব্যসাচী দত্তের বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়ের লুচি–আলুরদম পর্ব। সেই ঘটনাকে ঘিরে তুঙ্গে ওঠে সব্যসাচীর দলবদলের জল্পনা। তারপর বিধাননগর পুরনিগমের মেয়র পদে আসীন সব্যসাচী দত্তের বিরুদ্ধে একযোগে অনাস্থা আনেন কাউন্সিলাররা। তা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালতে দু’পক্ষের দড়ি টানাটানিতে সবস্যচী দত্ত জিতে গেলেও সব্যসাচী নিজেই বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেন। তখন জল্পনা তুঙ্গে ওঠে।
এখানেই শেষ নয়। দিনকয়েক আগে সব্যসাচী দত্তের গণেশ পুজোয় হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ–মুকুল রায়। সব্যসাচীর গণেশ পুজোর প্যান্ডেলও তৈরি হয়েছিল পদ্মের আদলে। এমনকী নরেন্দ্র মোদীর জন্মদিনে যজ্ঞ করা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার গেরুয়া শিবিরে সব্যসাচী।
