ব্রেকিং নিউজ রাজ্য

দেখে নিন ২০২২-এর রাজ্য সরকারি ছুটির তালিকা

২০২২ এর রাজ্য সরকারের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। এবারের ৯টি ছুটি পড়েছে রবিবার। এছাড়া আরও ২টি ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার তার মধ্যে একটি তালিকা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য অন্যটি যে সব পরবে নির্দিষ্ট সম্প্রদায়ের ছুটি থাকে তার তালিকা। শুক্রবার ২০২২ সালের ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী বছর ১৮টি পাবলিক হলিডে থাকছে রাজ্যে।
২০২২ সালে রাজ্য সরকারি ছুটির তালিকাটি এরকম

১২ জানুয়ারি – স্বামী বিবেকানন্দের জন্মদিন

২৬ জানুয়ারি – প্রজাতন্ত্র দিবস

৫ ফেব্রুয়ারি – সরস্বতী পূজা

১৫ মার্চ – দোলযাত্রা

১৪ এপ্রিল – আম্বেদকর জয়ন্তী ও মহাবীর জয়ন্তী

১৫ এপ্রিল – গুড ফ্রাইডে

৩ মে – ইদ

৯ মে – রবীন্দ্র জয়ন্তী

১৬ মে – বুদ্ধ পূর্ণিমা

৯ অগাস্ট – মহরম

১৫ অগাস্ট – স্বাধীনতা দিবস

৩ – ৫ অক্টোবর – দুর্গাপুজো

২৪ অক্টোবর – কালীপুজো

৮ নভেম্বর – গুরু নানকের জন্মদিন

তবে রবিবারে পড়ায় আগামী বছর একাধিক ছুটি বাদ যাবে। তার মধ্যে রয়েছে ২৩ জানুয়ারি, ১০ এপ্রিল – হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ১ মে, ১০ জুলাই বখরি ইদ, ২৫ সেপ্টেম্বর মহালয়া, ২ অক্টোবর, ৯ অক্টোবর লক্ষ্মীপূজা, ৩০ অক্টোবর ছট ও ২৫ ডিসেম্বর বড়দিন।