কোরিয়ান ছবির রিমেক বলিউডে এখন বেশ হিট। তারই জেরে ২০১১ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এর হিন্দি রিমেক নির্মিত হচ্ছে। বলিউডের ফ্যাশন আইকনিস্ট সোনম কাপুর সেই ছবিতে অভিনয় করবেন। এখানে সোনমের চরিত্রটি একজন দৃষ্টিহীনের। ‘ব্লাইন্ড’-এর ক্রিয়েটিভ প্রোডিউসর সুজয় ঘোষ। ছবিটি পরিচালনা করবেন সোম মাখিজা। এটি একটি ‘ফিমেল-হিরো স্টোরি’। অ্যাকশন ও হরর ছবিতে এখনও পর্যন্ত কাজ করেননি সোনম। এবার সেটাই করতে চলেছেন। পরিচালক সুজয়ের চোখেও সোনম এই চরিত্রের জন্য উপযুক্ত।
এই পরিচালকের স্প্যানিশ থ্রিলার ‘দি ইনভিজিবল গেস্ট’-এর হিন্দি রিমেক ‘বদলা’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। অন্যদিকে সোনমের শেষ ছবি ‘দ্য জোয়া ফ্যাক্টর’ একেবারেই চলেনি। তাই অন্য ধরনের চরিত্রে নায়িকা নিজেকে কতটা ফুটিয়ে তুলতে পারেন, সেটাই এখন দেখার।