লাইফস্টাইল

দূর করুন খুশকি

শীতে চুলের সবথেকে বড় শত্রু হচ্ছে খুশকি। এর থেকে রেহাই পেতে অনেকেই ব্যবহার করে থাকেন ব্যয়বহুল প্রসাধনী। কিন্তু এর থেকে মুক্তির উপায় আপনার ঘরেই রয়েছে। একদমই স্বল্প ব্যয়ে পেয়ে যাবেন এই সমস্যার সমাধান।

পাতিলেবুর রস ও জলের মিশ্রণ

খুসকির হাত থেকে রক্ষা পেতে দুই টেবিল চামচ পাতিলেবুর রস নিন। এবার চুলের গোড়ায় দুই মিনিট ম্যাসাজ করুন। এবার এক কাপ জলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটা আপনার স্ক্যাল্প থেকে বাড়তি তেল দূর করে দেবে, সঙ্গে খুসকিও কমবে। এবার ভালো কোনো শ্যাম্পু দিয়ে চুল  পরিষ্কার করে নিন।

পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা আপনার মাথার পিএইচ ব্যালান্স বজায় রাখে আর মাথা থেকে বাড়তি তেল পরিষ্কার করে দেয়। তাই সহজে খুশকি আক্রমণ করতে পারে না। আর এই পদ্ধতিতে খুব সহজেই আপনি খুশকি থেকে মুক্তি পেয়ে যাবেন।