রাজ্য

দুপুরের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

সূর্যগ্রহণের দিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। ফলে কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। জেলাগুলিতে বেলার দিকেই বৃষ্টি নামতে পারে। কলকাতা–সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হবে দুপুরের পর বলে খবর। আরব সাগরে তৈরি নিম্নচাপ আর বঙ্গোপসাগরে অবস্থিত উচ্চচাপ বলয়ের জন্য দক্ষিণবঙ্গের আকাশে মেঘ ঢুকে গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার থেকে আকাশ বেশি মেঘলা পুরুলিয়া, বাঁকুড়া–সহ পশ্চিমের জেলাগুলিতে। বেলা বাড়লে ওই সব জায়গায় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার সারা সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির মেঘ কেটে গেলে দ্বিগুন দাপট নিয়ে দক্ষিণবঙ্গে ফিরবে শীত।