লন্ডনের আদালতে ফের একবার জামিন আর্জি খারিজ হয়ে গেল পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর। ফলে দীপাবলিতে জেলেই থাকতে হবে অর্থ তছরুপে অভিযুক্ত নীরবকে। এদিন ফের তাঁকে জেল হেপাজতে পাঠিয়েছেন বিচারক। ১১ নভেম্বর পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে।
উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১১ হাজার ৩৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে। পিএনবি’র ব্যাংক জালিয়াতি মামলা প্রকাশ্যে আসার আগেই মামা–ভাগনা ফেরার হয়ে যান। বহুদিন পর লন্ডনে সন্ধান মেলে নীরব মোদীর। এই হিরে ব্যবসায়ীকে ভারতে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে ইডি এবং সিবিআই। ২০২০ সালের মে মাসে নীরব মোদী প্রত্যর্পণ মামলার শুনানি শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিন তাঁকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের বিচারক ভারতীয় হিরে ব্যবসায়ীর জামিনে আগ্রহ দেখাননি। ফলে নীরবের মু্ক্তি এখন বিশ বাঁও জলে।