রাজ্য

দায়িত্ব বাড়ল রাজীবের, কমল ব্রাত্য–শোভনদেবের

রদবদল হল রাজ্য মন্ত্রিসভায়। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল নবান্ন থেকে। নতুন দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রক থেকে সরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে বন দপ্তরের দায়িত্ব। সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, রাজীব বন্দ্যোপাধ্যায়–সহ বড় বড় নাম এই রদবদলের আওতায় এসেছে।
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রকের দায়িত্বে আনা হয়েছে বিনয়কৃষ্ণ বর্মনকে। বেশ কিছুদিন দপ্তরবিহীন থাকার পর শান্তিরাম মাহাতকে দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব ছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাতে। সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়নও বেশ কিছুদিন ধরে সামলাচ্ছিলেন তিনি। এই দপ্তরটি এবার তাঁর হাত থেকে সরিয়ে নিয়ে শান্তিরাম মাহাতকে দেওয়া হল।
আবার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের নতুন দায়িত্বে আনা হয়েছে ব্রাত্য বসুকে। ক্ষমতা কমিয়ে শক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। দপ্তর বেড়েছে সুব্রত মুখোপাধ্যায়ের। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের পাশাপাশি এবার তাঁকে দেওয়া হয়েছে অচিরাচরিত শক্তি দপ্তরের দায়িত্বও। তবে আরও একবার রদবদল হতে পারে মন্ত্রিসভার। ২০২১ সালের আগে তা হবে বলে সূত্রের খবর।