অস্ট্রেলিয়ার উপকূলে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২ হাজারেরও বেশি বাড়ি ঘর। প্রায় ২৫ জন মানুষ মারা গেছেন। আরও মারা গেছে লক্ষ লক্ষ পশু-পাখি। এরই মধ্যে সেই পুড়ে যাওয়া ঘর-বাড়ি ও প্রাণীর ছবি সোশ্যাল মিডিয়াতে এসেছে। আগুনে পুড়ে যাওয়া উপকূলের দৃশ্য দেখলে যে কারও চোখে জল আসবে।
গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া আগুনে পুড়ছে। এরই মধ্যে অনেকেই সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এবার অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও ঘোষণা দিলেন তিনি অস্ট্রেলিয়ার ক্ষতিগ্রস্তদের জন্য মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবেন। ডি’ক্যাপ্রিও ছাড়াও এরই মধ্যে এক মিলিয়ন ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। আরও অনুদান দিয়েছেন গায়িকা পিঙ্ক, অভিনেত্রী নিকোল কিডম্যান, কিথ আরবান, কাইলিও প্রমুখ।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার আগুন ভয়াবহ আকার ধারণ করে। এর পর কিছুটা বৃষ্টি হওয়ায় আগুনের তীব্রতা খানিকটা কমে।। সেখানে এখন আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে আবার দেখা দিয়েছে আতঙ্ক। দুটি দাবানল নতুন করে এক ‘মহা’ অগ্নিকুন্ডে রূপ নিতে পারে।