দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, দাবানল নিয়ন্ত্রণে আসার বদলে বেড়েই চলেছে। আর তার নেপথ্যে রয়েছে ঝোড়ো হাওয়া। সেই হাওয়ার বেগেই উল্টে যাচ্ছে ট্রাক। আর তাতেই প্রাণ হারিয়েছেন এক দমকলকর্মী।
অস্ট্রেলিয়ার চারটি প্রদেশে দাবানলের ধ্বংসলীলা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম ভিক্টোরিয়া। সেই আগুন দ্রুত ছড়াচ্ছে বলে পর্যটক এবং স্থানীয়দের অন্যত্র সরানো হচ্ছে।
জানা গিয়েছে, ভিক্টোরিয়ার সীমান্তবর্তী আলবারিতেই আগুন নেভানোর কাজে গিয়েছিলেন নিউ সাউথ ওয়েলসের ‘রুরাল ফায়ার সার্ভিসে’র কর্মীরা। কিন্তু প্রবল হাওয়ায় তাঁদের দু’টি ট্রাক ধাক্কা খায় আর তার জেরে মৃত্যু হয় ট্রাকে থাকা এক দমকলকর্মীর। অন্য দুই দমকলকর্মী অবস্থা আশঙ্কাজনক। চলতি বছরে অস্ট্রেলিয়ার দাবানল ইতিমধ্যেই ১০ জনের প্রাণ কেড়েছে।
ওখানকার আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভিক্টোরিয়ার ১৬টি জায়গায় ইমার্জেন্সি স্তরের আগুন এখনও জ্বলছে। তাই রবিবার তড়িঘড়ি সে প্রদেশ খালি করার নির্দেশ জারি করা হয়। তবে এখনও কোথাও কোথাও হাওয়ার বেগ ঘণ্টায় ১২০ কিমি। সেটাই মঙ্গলবার থেকে বাড়তে পারে।
