রাজ্য

দত্তপুকুরে তরুণীকে গণধর্ষণ, চাঞ্চল্য

ফের গণধর্ষণের অভিযোগ জেলায়। বর্ষবরণের রাতে দত্তপুকুরে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাড়িওয়ালাকে মারধর করে তরুণীর ঘরে ঢুকে পড়ে পাঁচ দুষ্কৃতী। তারপর চলে নারকীয় অত্যাচার। এই পরিস্থিতিতে থানায় অভিযোগ দায়ের করলে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, চাঁদপাড়া এলাকায় বাড়ি ওই তরুণীর। বারাসতের একটি শপিং মলে কাজ করতেন তিনি। আর তাই ভাড়া থাকতেন দত্তপুকুরের কুলবেড়িয়ায়। অভিযোগ, ৩১ ডিসেম্বর মহিলার বাড়িতে হাজির হয় পাঁচ যুবক। যা দেখে প্রতিবাদ করেন বাড়িওয়ালা তরুণ দেবনাথ। বাড়িওয়ালাকে মারধর করে মহিলার ঘরে ঢুকে মহিলাকে নির্যাতন করে।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার পর দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন বামুনগাছিতে সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত তোতা। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে গোটা দত্তপুকুর। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে ঢুকে গণধর্ষণের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।