পয়েন্ট টেবিলে ১৪তম অবস্থানে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুল সেখানে শীর্ষে। পয়েন্ট টেবিলে ধুঁকতে থাকা ম্যানইউ প্রথমার্ধে গোল করে ম্যাচ জমিয়ে তোলে। ঘরের মাঠে খেলা হওয়ার লিভারপুলকে ধাক্কা দেওয়ার স্বপ্ন দেখে রেডসরা। ম্যাচের ৮৫ মিনিটে লিভারপুল গোল করে ১-১ এ সমতায় ফেরে। তুলে নেয় মূল্যবান এক পয়েন্ট। অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে। কিন্তু টানা জয়ের রেকর্ড হারায়। ওলে গুনার সুলসারের দল তিন পয়েন্টোর জায়গায় পায় এক পয়েন্ট। ম্যাচ শেষে টেবিলে এক ধাপ ওপরে ওঠে তারা। তারপরও সমান ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অল রেডসদের থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে রেডসরা। খেলার প্রথমার্ধেই ম্যাচে ফিরেছিল লিভারপুল। কিন্তু ৪৩ মিনিটে সাদিও মানের করা সে গোল বাতিল করে ভিএআর। গোলের আগে নিয়ন্ত্রণে নেওয়ার সময় হাতে আলতো ছোঁয়া লেগেছিল বলে। সে কারণে প্রথমার্ধে পিছিয়ে থেকেই মাঠ ছেড়েছে লিভারপুল। দ্বিতীয়ার্ধেও গুছিয়ে নিতে সময় লেগেছে লিভারপুলের। মোহাম্মদ সালাহর অনুপস্থিতি এ মৌসুমের পরিচিত অল রেডের দেখা মেলেনি। গোলের দেখা মিলতে মিলতে তাই ৮৫ মিনিট।
সম্পর্কিত খবর
লিভারপুলের জয়
Posted on Author নিজস্ব সংবাদদাতা
চ্যাম্পিয়নস লিগের শুরুর ম্যাচে চ্যাম্পিয়নরা নাপোলির বিপক্ষে ২-০ গোলের হারে শুরু করে।
ঢাকায় খেলতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড
Posted on Author নিজস্ব সংবাদদাতা
আগামী বছর মার্চে ঢাকায় খেলতে যাওয়ার সম্ভাবনা রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের