থাইল্যান্ডে একে অপরকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেল ছয়টি হাতি। স্থানীয় সময় শনিবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে খাও ইয়াই জাতীয় পার্কের একটি ঝুঁকিপূর্ণ জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, একটি বাচ্চা হাতি জলপ্রপাত থেকে পড়ে গেলে অন্য হাতিগুলো তাকে বাঁচাতে যায়। এতেই মারা যায় একে একে অন্য পাঁচ হাতিও। এসময় আরও দুটি হাতি ছিটকে ওই ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে পড়ে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। খবর পেয়ে দেশটির বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয়ভাবে পরিচিত ‘নরকের জলপ্রপাত’ নামের ওই জলপ্রপাতে এর আগেও প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ১৯৯২ সালের পর এতে মারা গেছে আটটি হাতি।
সম্পর্কিত খবর
করোনামুক্ত হয়েছে থাইল্যান্ডের নবজাতক
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এক মাস বয়সী থাই শিশুটিই দেশের কনিষ্ঠতম করোনাভাইরাস রোগী
গর্ভবতী হাতিকে বিস্ফোরক খাইয়ে হত্যা! উত্তাল দেশ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
নিষ্ঠুর–নৃশংস–নির্মম। একটু খাবারের আশায় গ্রামে পাড়ি দিয়েছিল সে। কিন্তু শুভবুদ্ধিসম্পন্ন মানুষের বিকৃত চাহিদায় বলি হল সে। প্রাণটাও কেড়ে নিতে হাত কাঁপল না। তখন সে সন্তানসম্ভবা। মানুষ যে এত নির্মম, নিষ্ঠুর সেটা ওই হাতি বুঝতে পারেনি।
ঝড়ের নাম কেন আমফান?
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ঘনীভূত ঘূর্ণিঝড় আমফান ক্রমেই নিজের শক্তি বাড়িয়ে এখন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।