There is use of soap or face wash to clean the skin. However, you can use face packs made of natural ingredients as well. These will keep the skin bright and beautiful by removing dirt from the depths of the skin.
লাইফস্টাইল

ত্বক পরিষ্কারের ঘরোয়া টিপস

ত্বক পরিষ্কার করতে সাবান বা ফেসওয়াশের ব্যবহার তো আছেই। তবে পাশাপাশি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদানের তৈরি ফেস প্যাক। এগুলো ত্বকের গভীর থেকে ময়লা দূর করে ত্বক রাখবে উজ্জ্বল ও সুন্দর।

  • একটি ডিমের সাদা অংশের সঙ্গে ৬/৭টি আঙুর ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • নারকেল তেল ম্যাসাজ করুন ত্বকে। গরম তোয়ালের ভাপ নিন কিছুক্ষণ। এতে লোমকূপের ভেতর জমে থাকা ময়লা বের হয়ে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।
  • ১ ভাগ আপেল সিডার ভিনেগারের সঙ্গে ২ ভাগ জল মিশিয়ে নিন। তুলোর টুকরা ভিজিয়ে ত্বক পরিষ্কার করুন।
  • ১ টেবিল চামচ মধুর সঙ্গে অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • ২ টেবিল চমচ টক দইয়ের সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে নিন। ফেস প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।