বিনোদন

‘তোমরা বললে কই কিছু হয়নি তো!’

করোনার প্রকোপ ভালোই সামলে নিচ্ছিলেন সবাই। কিন্তু ঘূর্ণিঝড় আম্পান এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। পশ্চিমবঙ্গকে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে। চারিদিকে যেন হাহাকার নেমে এসেছে।

জলমগ্ন কলেজস্ট্রিটে চত্বরে ভাসমান হাজারও বই। কত টাকা ক্ষতি হলো বই বিক্রেতাদের, তা এই মুহূর্তে হিসেব করে ওঠা সম্ভব হয়নি। জলে বইয়ের ভেজা পাতার ছবি পোস্ট করেন জনপ্রিয় নায়িকা ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। নিজের ফেসবুকে আক্ষেপ করে তিনি লিখেন, “ভেসে গেল আমার শহর, ভেসে গেল কত স্বপ্ন। চলে গেল কত জীবন, আর তোমরা বললে কই কিছু হয়নি তো!”

এদিকে শুক্রবারই আম্পান বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মিমি। সঙ্গে ছিল তার সংসদীয় এলাকার প্রশাসনিক কর্মকর্তারা। আম্পানে ক্ষতিগ্রস্ত বারুইপুর, সোনারপুর এবং ভাঙড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।

বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে মিমি বলেন, “বাংলা আবার ঘুরে দাঁড়াবেই। বারুইপুর, সোনারপুর এবং ভাঙ্গরে আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলাম। আমার লোকসভার মানুষদের সাথে দেখা করে, কথা বলে ও সাহায্যের হাত বাড়িয়ে একটু আশ্বস্ত করা যে, এই লড়াইয়ে আমি ও আমার দল সবসময় ওদের সাথে আছে।”