দাউদাউ করে জ্বলছে ট্রেন। ভেতর থেকে ভেসে আসছে আর্তনাদ। প্রাণ বাঁচাতে জ্বলতে থাকা কামরা থেকেই চাষের জমিতে ঝাঁপ দিচ্ছেন মানুষ। একটার পর একটা কামরায় ছড়িয়ে পড়ে সেই আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জন যাত্রীর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডি থেকে করাচি যাচ্ছিল তেজগাম এক্সপ্রেস। মাঝপথে এই বিপর্যয় ঘটে। লিয়াকতপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি কামরা ভস্মীভূত হয়ে গিয়েছে। দাউদাউ করে জ্বলছে একাধিক কামরা। অন্য একটি সূত্র জানাচ্ছে, লাহোর থেকে করাচিগামী একটি ট্রেনে বিধ্বংসী আগুন লাগায় ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ৪৬ জন। আহত হয়েছে ১৩ জন। লাহোর থেকে যাত্রা শুরু করে করাচির দিকে যাচ্ছিল তেজগাম এক্সপ্রেস। পর পর তিনটে কামরায় ছড়িয়ে পড়ে আগুন।
এই ঘটনায় আশেপাশের এলাকা থেকে সাহায্যের জন্য এগিয়ে আসেন সাধারণ মানুষ। আগুন এখনও জ্বলছে বলে খবর। তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সাহায্য করছেন স্থানীয়রাই। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।