সমাজের পিছিয়ে পড়া কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে এবার আলোচনায় এলেন অক্ষয় কুমার। ঘর করার জন্য তাদের প্রায় ১.৫ কোটি রুপি অনুদান দিলেন অক্ষয় কুমার। ‘লক্ষ্মী বম্ব’-এর পরিচালক রাঘব লরেন্সের উদ্যোগেই এই পথ চলার শুরু, সেই পথেই অক্ষয়কে পাশে পেলেন রাঘব। রাঘব লরেন্সের স্বেচ্ছাসেবী সংঘের প্রয়াসকে স্বাগত জানাতে অক্ষয় তার পাশে দাড়ালেন। অভিনেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানাতেও ভোলেননি লরেন্স। বলেন, তাকেও অক্ষয় এমন ভালো কাজে যুক্ত করার জন্য গর্ব বোধ করছেন।
অক্ষয় কুমার-রাঘব লরেন্সের ‘লক্ষ্মী বম্ব’ খুব শিগগিরই মুক্তি পাবে।