আন্তর্জাতিক

তীব্র ভূমিকম্পে কাঁপল আলাস্কা

রবিবার কম্পন অনুভূত হল আলাস্কায়। আর তাতে কেঁপে উঠল আলাস্কা। কম্পনের মধ্যে দিয়েই ঘুম ভাঙল বাসিন্দাদের। কারণ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৬.৩। ভূমিকম্প জোরালো হলেও, গভীরতা কম ছিল। জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্প শক্তিশালী হলেও সুনামির আশঙ্কা নেই।
জানা গিয়েছে, রবিবার ভূমিকম্পে কেঁপে ওঠে আলাস্কা। ভূপৃষ্ট থেকে ২৫.১ কিনি গভীরে ছিল তার কেন্দ্রবিন্দু। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামিরও কোনও আশঙ্কা আপাতত নেই বলে খবর। তবে আফটার শক হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভূমিকম্প অনুভূত হয়েছিল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের তীব্রতা বেশি হলেও, ক্ষয়ক্ষতির খবর নেই। রাত পর্যন্ত প্রাণহানিরও খবর পাওয়া যায়নি। তবে আলাস্কার ভূমিকম্পে কতটা ক্ষতি হয়েছে তা এখনও জানানো হয়নি। হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত।