আমেরিকায় করোনাভাইরাস বড় থাবা না বসালেও মারাত্মক এই রোগে মোকাবিলায় তৎপর মার্কিন প্রশাসন। এবার এগিয়ে এলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ৩ মাসের বেতন নোভেল করোনাভাইরাসের চিকিৎসায় দান করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ২০১৯ সালের শেষ তিন মাসের বেতন মার্কিন স্বাস্থ্য দপ্তরে দান করেছেন ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সচিব স্টিফেনি গ্রিশাম মার্কিন প্রেসিডেন্টের দান করা চেকের ছবি টুইট করে এই তথ্য জানিয়েছেন।
ট্রাম্পের প্রেস সচিব স্টেফানি গ্রিশাম জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার তিন মাসের বেতন ১ লাখ ডলার দিয়েছে করোনাভাইরাস মোকাবিলায়। ভারতীয় টাকায় তা হল ৭৩,২৫,৫৫০। মার্কিন মুলুকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকেই ওয়াশিংটনের বাসিন্দা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আরও ১০গুণ।
গত সপ্তাহেই মার্কিন কংগ্রেসের কাছ থেকে করোনাভাইরাস মোকাবিলায় ২৫০ কোটি ডলার চেয়েছেন ট্রাম্প। এই নিয়ে চিন্তাভাবনা করছে কংগ্রেস। চীন থেকে শুরু হওয়া নোভেল করোনাভাইরাস বর্তমানে ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
