অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালের মৃত্যুকে ঘিরে এবার শুরু হল রাজনৈতিক তরজা। বুধবার প্রয়াত সাংসদকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘প্রতিহিংসামুলক রাজনীতির তৃতীয় শিকার তাপস পাল। একটি এজেন্সির দ্বারা অত্যাচারিত হয়ে মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তাপস। মৃত্যুর আগে জানতেও পারল না, অপরাধটা কোথায়!’
তবে তাপস পালের এই পরিণতিতে তৃণমূলকেই দায়ী করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কথায়, ‘নিজের জীবন দিয়ে তাপস পাল প্রমাণ করে দিলেন অসৎ সঙ্গে সর্বনাশ।’ বাংলার মানুষের কাছে তাপস পাল পরিচিত নাম। উনি জনপ্রিয় শিল্পী ছিলেন। তাঁর অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তাকে ব্যবহার করেছে তৃণমূল। কিন্তু তৃণমূলের সঙ্গ জনপ্রিয় তাপস পালকে বিভ্রান্তির শিকার করেছে। অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা ওনার ক্ষেত্রে খাটে।
প্রতিহিংসার রাজনীতির দাবি নিয়ে জোর সমালোচনা বিরোধী শিবির থেকে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বাবুল সুপ্রিয় বলেন, ‘একজন শিল্পী শেষযাত্রায় শুয়ে রয়েছেন। আর সেখানে দাঁড়িয়ে নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস পাল একজন শিল্পী। তারপরে একজন রাজনীতিক।’ মৃতদেহের সামনে রাজনৈতিক মন্তব্য বিকৃত ভাবনার লক্ষণ বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। রাজ্যসভার সাংসদের কথায়, কারও মৃত্যুতে যে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়, তা মুখ্যমন্ত্রীর জানা উচিত ছিল।