বিনোদন ব্রেকিং নিউজ

তাপস পালের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ

তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেলে শোকবার্তা প্রকাশ করা হয়। তাপস পালের মৃত্যুতে তিনি শোকাহত। বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং বিধায়কের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রায়ত অভিনেতার স্ত্রী নন্দিনী পাল এবং মেয়ে সোহিনী পালকেও সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ২৮ জানুয়ারি চিকিৎসার জন্য তাপস পালকে মুম্বই নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়। মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রেখে চলছিল অভিনেতার চিকিৎসা। সাড়াও দিচ্ছিলেন তিনি। এরপর মুম্বাই থেকে তাপস পালকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে তাঁর পরিবার। কিন্তু চিকিৎসার জন্য মার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগেই শেষ হয়ে যায় তাপস পালের পথ চলা।