শাহরুখ খান ও কাজল বলিউডের জনপ্রিয় জুটি। বাজিগর, করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান এবং দিলওয়ালে সিনেমায় তাদের রসায়ন জয় করেছে দর্শক হৃদয়। এখনো রুপালি পর্দায় শাহরুখ-কাজল জুটির রসায়ন দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন তাদের ভক্তরা।
ব্যক্তিজীবনে অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেছেন কাজল। এই অভিনেত্রীর যদি অজয়ের সঙ্গে দেখা না হতো, তাহলে কি শাহরুখকে বিয়ে করতেন? ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছিলেন কাজল। সেখানেই এক ভক্ত এই প্রশ্ন করেন তাকে। অবশ্য এর জবাব বেশ কৌশলেই দেন কাজল। সঙ্গে পাল্টা প্রশ্ন রেখে এই অভিনেত্রী বলেছেন, তার কি আমাকে প্রস্তাব দেয়া উচিত ছিল না? এছাড়া, অজয় দেবগণ না শাহরুখ খান, আপনার প্রিয় সহঅভিনেতা কে? এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, বিষয়টা কোন পরিস্থিতে হচ্ছে, তার উপর নির্ভর করবে। এছাড়া শাহরুখের সঙ্গে তার সম্পর্ক কেমন জানতে চাওয়া হলে কাজল জানান, শাহরুখ তার আজীবনের বন্ধু।
প্রসঙ্গত, কাজল ১৯৯৯ সালে ভালোবেসে অভিনেতা অজয়কে বিয়ে করেন। তারা বলিউডের অন্যতম সুখী দম্পতি। তাদের ঘর আলো করে রেখেছেন দুই সন্তান- মেয়ে নায়সা ও ছেলে যুগ।