ব্রেকিং নিউজ

ডিসেম্বর মাসের ৪ তারিখ বঙ্গে শীত!‌

বাতাসে শীতলতা জমাট বাঁধছে না। পশ্চিমী ঝঞ্ঝার ফাঁক গলে শীতল বায়ু প্রবেশ করতে পারছে না সমতলে। ফলে নভেম্বরের শেষেও শীতের দেখা নেই। চলতি মাসের মাঝামাঝি সময়ে ঠান্ডার আমেজ পাওয়া গেলেও শীত অধরাই থেকেছে। এখনও কলকাতায় রাতের পারদ আটকে ১৮ ডিগ্রির উপরে। গত ১৭ বছরে অন্তত পাঁচ বছর নভেম্বরেই ১৪ ছুঁয়েছিল আলিপুরের পারদ। কাশ্মীরে পরপর পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে। কিন্তু দুটো ঝঞ্ঝার মধ্যে পর্যাপ্ত ব্যবধান না থাকায় শীত বঙ্গে ঢুকতে পারছে না।
শনিবার শহরের তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিন–চারদিনেও তাপমাত্রার তেমন কোনও কোনও পরিবর্তন হবে না। তবে ডিসেম্বরের ৩–৪ তারিখ থেকে রাতের তাপমাত্রা ফের কমতে শুরু করবে। আর তারপর পাকাপাকিভাবে শীত পড়ে যাবে। কিন্তু তার জন্য উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়া প্রয়োজন।
এই বৃষ্টিপাত হলেই উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করবে। আকাশ পরিষ্কার থাকায় তা প্রবেশ করতে অসুবিধা হবে না। ফলে শীত পড়ে যাবে। যদিও সেই হালকা বৃষ্টি নির্দিষ্ট কোন তারিখে হবে তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দপ্তর।