আন্তর্জাতিক

ডাকাতের বন্দুক কেড়ে নিয়ে তাড়া মহিলার!‌

ডাকাতের উপর বাটপাড়ি। হোটেলের ক্যাশবাক্স লুঠ করতে এসেছিল বন্দুকধারী ডাকাত। আর ডাকাতের বন্দুক কেড়ে নিয়ে তাকেই তাড়া করলেন রিসেপশনিস্ট মহিলা। ঘটনাটি ঘটেছে কেনটাকির একটি হোটেলে। গোটা ঘটনাটাই ধরা পড়েছে হোটেলের সিসিটিভি ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরা।
ঠিক কী ঘটেছিল?‌ মাঝরাতে হোটেলে লোকজন কম। একা রিসেপশনে বসেছিলেন মহিলা। মুখে কাপড় বেঁধে রিভলভার হাতে প্রবেশ করল ডাকাত। বন্দুক দেখিয়ে ভয় দেখালো। মহিলা ক্যাশবাক্স খুলে টাকা বের করে দিলেন। তড়িঘড়ি টাকা ব্যাগে ভরতে শুরু করল ডাকাত। ব্যাগে টাকা ভরার সময়ে নিচে পড়ে যায় কয়েকটা নোটের বাণ্ডিল। আর তা কুড়াতে গিয়ে কাউন্টারে বন্দুক রেখে দেয় ডাকাত। তখনই বন্দুকটি কেড়ে নেন ওই মহিলা। ডাকাতের দিকে বন্দুক তাক করেন। প্রাণের ভয়ে চম্পট দেন ডাকাত। আবার ফিরে এসে বন্দুকটি ফেরত চান। তবে তাতেও লাভ হয়নি। সোশ্যাল মিডিয়ায় ফুটেজ দেখে তাকে ধরে ফেলা হয়।