সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা রোডশো করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাস্তার চারদিকে ভারত এবং আমেরিকার পতাকা হাতে দাঁড়িয়ে তাঁর কনভয়কে অভিবাদন জানালেন কয়েকশো ভারতীয়। তারপর সস্ত্রীক সবরমতী আশ্রম পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। শিখলেন চরকায় সুতো কাটতেও। হাতে ধরে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে চরকায় সুতো কাটতে শেখাতে দেখা যায় সবরমতী আশ্রমের এক সেবিকাকে।
সবরমতী আশ্রম কর্তৃপক্ষ মার্কিন ফার্স্ট কাপল্কে আশ্রমের প্রথা মেনে খাদি কাপড়ের মালা পরিয়ে স্বাগত জানান। মোদীর সঙ্গেই গান্ধীজির আশ্রম ঘুরে দেখেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। জুতো খুলে দু’জনে খাদি কাপড়ের মালা পরান গান্ধীজির ছবিতে। চরকা কাটার পর মার্কিন প্রেসিডেন্টকে তিন বাঁদরের কিসসা বুঝিয়ে দিতেও দেখা যায় মোদীকে। খারাপ জিনিস দেখব না, খারাপ কথা বলব না, খারাপ কথা শুনব না–তিন বাঁদরের এই কাহিনীর অন্তর্নিহিত অর্থ ট্রাম্পকে বলেন মোদী। এরপরই ভিজিটর্স বুকে মোদীকে দারণ বন্ধু হিসেবে উল্লেখ করে সবরমতী আশ্রম ঘুরিয়ে দেখানোর জন্য ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
তারপর মোতেরা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। আশ্রম কর্তৃপক্ষের তরফে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কিছু উপহার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ১৯১৭ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত মহাত্মা গান্ধী এবং কস্তুরবা গান্ধীর বাসস্থান ছিল আহমেদাবাদের সবরমতী নদীর পাশে গড়ে ওঠা এই আশ্রম। গান্ধীজির স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল এই আশ্রম। এদিন আমেদাবাদে পা দেওয়ার আগে এয়ার ওয়ান বিমান থেকে হিন্দিতে ডোনাল্ড ট্রাম্প টুইট করেন, ‘ভারতে আসার জন্য প্রস্তুত আমি। কয়েক ঘণ্টার মধ্যে দেখা হচ্ছে সবার সঙ্গে।’ ট্রাম্পের হিন্দিতে টুইট পেয়ে মোদী পাল্টা টুইট করেন, ‘অতিথি দেব ভব’।