রেডমি নোট 7 প্রো এর বিপুল সাফল্যের পর শাওমি বাজারে আনতে চলেছে তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন রেডমি নোট ৪ প্রো। অ্যানড্রয়েড 9.0 সম্বলিত এবং 6.53 ইঞ্চির ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনে রয়েছে গরিলা গ্লাস 5 এর সুরক্ষা। মিডিয়াটেক G90T প্রসেসর যুক্ত এই ফোনের থাকছে তিনটি ভ্যারিয়েন্ট। 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত এই ফোনের অন্যতম বিশেষত্ব হতে চলেছে এর পিছন দিকে থাকা 4টি ক্যামেরা এবং শক্তিশালী 4500mAh ব্যটারী। ফেস আনলক সহ অন্য সমস্ত আধুনিক ফিচার যুক্ত এই ফোনের সেল শুরু হচ্ছে ২২শে অক্টোবর রাত ১২টা থেকে, পাওয়া যাবে শুধুমাত্র অ্যামাজন এবং শাওমির নিজস্ব ওয়েবসাইটে।