হোলির দিন মঙ্গলবার থেকে চালু হচ্ছে টালা ব্রিজের বিকল্প পথ। লকগেট উড়ালপুল সংলগ্ন নয়া লেভেল ক্রসিং ও রাস্তা। নয়া ট্রাফিক ব্যবস্থা চালু হচ্ছে চিৎপুর লকগেটেরও। ফলে টালা ব্রিজ বন্ধ থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন ট্র্যাফিক পুলিশের কর্তারা। চিৎপুর লকগেট উড়ালপুলে সব গাড়ি শ্যামবাজার থেকে চিড়িয়ামোড়ের দিকে যেত। এখন সম্পূর্ণ উল্টো হচ্ছে। আজ থেকে পণ্যবাহী–সহ অন্যান্য গাড়িগুলি লকগেট উড়ালপুল ধরে বিটি রোডের দিক থেকে শ্যামবাজারের দিকে যাবে। অফিস টাইমে বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ি চলাচল। বাগবাজার থেকে পুরনো চিৎপুর ব্রিজ দিয়ে কাশীপুর রোড হয়ে বিটি রোডের দিকে যে গাড়িগুলি যায়, সেই পুরনো ব্যবস্থা চালু থাকবে।
এবার লেভেল ক্রসিং বানিয়ে বিকল্প নতুন পথ চালু হচ্ছে। বাগবাজার থেকে চিৎপুর হয়ে নতুন লেভেল ক্রসিং পেরিয়ে বিটি রোডের দিকে যাবে পণ্যবাহী ও অন্যান্য গাড়ি। শনিবার রাত থেকে পরীক্ষামূলকভাবে নতুন রাস্তা দিয়ে লেভেল ক্রসিং পার করে কিছু পণ্যবাহী গাড়ি চালানো শুরু হয়েছে।
লালবাজার সূত্রে খবর, নতুন এই ট্রাফিক পরিকল্পনার ফলে চিড়িয়ামোড়েও গাড়ির চাপ কমবে। টালা ব্রিজ বন্ধ হওয়ার ঠিক পরেই যে যানজট তৈরি হচ্ছিল তা অনেকটাই কমিয়ে আনা গিয়েছিল একাধিক বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে। উত্তরমুখী যান চলাচলে লকগেট উড়ালপুলের ব্যবহারও মসৃণভাবে হচ্ছিল। ফলে ট্র্যাফিক পরিকল্পনা পরিবর্তনে জেরে পরিস্থিতি আরও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে।
