খেলাধুলা

টানা তিন সেঞ্চুরি, তৌহিদের বিশ্বরেকর্ড

বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। বিশ্বের প্রথম যুবা ক্রিকেটের হিসেবে ওয়ানডে ফরম্যাটে টানা তিন সেঞ্চুরি করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন তার আগামণী বার্তা। মঙ্গলবার শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তৌহিদ হৃদয় খেলেছেন ১১১ রানের দারুণ এক ইনিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে তার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে বাংলাদেশ যুবারা। শ্রীলংকা যুবাদের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে যায়। পরের চার ম্যাচেই দেখা গেছে তৌহিদ হৃদয়ের ব্যাটিং ঝলক। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হৃদয় খেলেন ৮২ রানের হার না মানা ইনিংস। সিরিজের তৃতীয় ম্যাচে হৃদয় খেলেন ৯৮ বলে ১২৩ রানের অসাধারণ ইনিংস। আটটি চারের সঙ্গে ছক্কা মারেন ছয়টি। এরপর সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচেও ব্যাট হাসে তৌহিদ হৃদয়ের। তিনি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলেন ১১৫ রানের ইনিংস। শেষ ম্যাচটাও সেঞ্চুরি করে রাঙালেন তিনি। নাম তুললেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের রেকর্ড বুকে।